গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

আল্লাহ তুমি কোথায় আছ একবার যদি দেখা দিতে

আল্লাহ তুমি কোথায় আছ একবার যদি দেখা দিতে 
মোঃ আরিফ হোসেন 

ঈশ্বর কত উদারভাবে আমাদের সব দান করেছেন                   
 
এই যে আকাশ দেখছ এই আকাশ কার সৃষ্টি? এক আল্লাহর!সেই আল্লাহ কোথায় থাকেন আমরা কেহ জানি? জানিনা! তাইতো আমি একদিন আল্লাহর খোঁজে বের হলাম!কিন্তু কোথাও আল্লাহ খুঁজে পেলামনা!শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আসমানের উপর উঠব যদি আল্লাহ পাওয়া যায়! শেষ পর্যন্ত সাত আসমানের উপর উঠে দেখি আল্লাহ ঘুমে আচ্ছন্ন! হে আল্লাহ তুমি কি করতেছ? আমি ঘুৃম যাচ্ছি! ঘুম মানে? হ্যাঁ ঘুম না গেলে আমার ভাল লাগেনা! শেষ পর্যন্ত আল্লাহ পকেট থেকে একটি বোতল বের করে বললেন, এটা খাও, এটা খেলে তোমারও ঘুম পাবে! না আমি এগুলো খাইনা! না খেলেতো ঘুম পাবেনা? এ কেমন আল্লাহ তুমি, তোমাকে ঘুম যেতে হচ্ছে? না ঘুম না গেলে আমার ভাল লাগেনা! তাহলে তোমাকে মানিনা! মান আর না মান আমাকে ঘুম যেতেই হবে! কি সব আজেবাজে কথা বলছ? না আমাকে ঘুম যেতেই হয়!,তাহলে ঐ যে বিষাক্ত সাপ? হ্যাঁ সেও আমার সৃষ্টি তাকেও ঘুৃম যেতে হয়, তাকে আমি এমন ভাবে বানিয়েছি যেন আমার কিছু বৈশিষ্ট্য তার মধ্যে  ঢুকানো থাকে! হে আল্লাহ তোমাকে এভাবে দেখব কল্পনা করিনি অথচ আজ আমি কি দেখলাম? হ্যাঁ আমি এমনই, যখন যাকে ইচ্ছা জীবন দেই যখন যার ইচ্ছা জীবন কেড়ে নেই! হে আল্লাহ আমাকে ক্ষমা কর আমি এক নাফরমান নালায়েক বান্দা! না তুমি নাফরমান নও তুমি ঈমানওয়ালা, তাইতো তুমি আমার কাছে এসেছ আমার কথা শুনেছ! আল্লাহ তুমি এক অদ্বিতীয় অসীম! 
                    
           আল্লাহ মনে হয় এক অদ্বিতীয় অসীমই তানাহলে আমরা এমন গল্প ( উপরে বর্ণিত) বলি কিভাবে! 

 হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর! ক্ষমা কর তোমার সমস্ত সৃষ্টিজগত! তুমি যদি ক্ষমা না কর আমরা কোথায় যাব! 

 আল্লাহর ক্ষমা যার ভাগ্যে জোটে তার আর ক্ষমা চাওয়ার দরকার নেই! আসুন আমরা সবাই এক অদ্বিতীয় অসীম আল্লাহর কাছে ক্ষমা চাই! ক্ষমা যদি না পাই বলব, 'তুমি নাই, তুমি নাই'! আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন! 

 আল্লাহ আছেন বলেই তো আমরা যখন যা ইচ্ছা তা করি! আল্লাহ নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন! তাঁর ক্ষমার মাঝেই যে আমাদের সকলের ঠাঁই! 


 হে আল্লাহ, ক্ষমা চাই, ক্ষমা চাই!
 ক্ষমা যদি নাহি কর, বল, মোরা কই যাই!

Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)